2019 সালের জেএসসি/জেডিসি, এসএসসি /দাখিল, আলিম /ইন্টার,বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিদায় দেওয়ার চমৎকার একটি সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য। - BBC JARNAL . বিবিসি জার্নাল ।সংবাদ প্রতিদিন।

Latest

শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

2019 সালের জেএসসি/জেডিসি, এসএসসি /দাখিল, আলিম /ইন্টার,বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিদায় দেওয়ার চমৎকার একটি সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য।

বিসমিল্লাহির রহমানির রাহিম
2019 সালের জেএসসি/জেডিসি, এসএসসি /দাখিল, আলিম /ইন্টার,বিদায়ী শিক্ষার্থীদের জন্য আমাদের বিদ্যালয় /মাদ্রাসা /কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অত্র বিদ্যালয়/মাদ্রাসা /কলেজের সম্মানিত সভাপতি , শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সম্মানিত অভিভাবক -সুধিমন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা আস্ সালামু আলাইকুম।

অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম/ দশম /দ্বাদশ শ্রেনীর ছোট ভাইবোনদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা এই বিদ্যালয়ে পড়ছি। আমরা এখানে ভাই বোনের মত ছিলাম। শিক্ষকগণ আমাদের বাবা-মায়ের মতো ছিলেন।  আজ তোমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও  এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে।  মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই স্কুল পরিসরটা আরও ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়।আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে তোমরা বিদায় নিচ্ছো। তোমাদের জন্য আমাদের দোয়া ও আশির্বাদ থাকেব যেন তেমরা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পান করতে পারো। তোমরা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারো। তোমরা আমাদের চলা পথ ধরে এগিয়ে যাও। এছাড়া এখানে তোমাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বিদায় দিতে মন চাচ্ছে না , তবুও বিদায় দিতেই হবে । তাই কবির চরণে বলতে হয় ___

যেতে নাহি দিব হায়,

তবু যেতে দিতে হয়,

তবু চলে যায় ।

যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই প্রতিষ্ঠানের নবম/ একাদশ /ত্রয়োদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি। তোমাদের পথ প্রশস্ত ও প্রশান্ত হোক দেশ ও দশের কাজ তোমাদের আপন কাজ হোক। এ আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।

- সবাইকে অসংখ্য ধন্যবাদ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভোলার বোরহানউদ্দিনের মূল ঘটনাটি কি ছিল সব বিস্তারিত যানতে ক্লিক করুন।

ভোলার বোরহানউদ্দিনের মূল ঘটনাটি কি ছিল সব বিস্তারিত যানতে ক্লিক করুন।  ভোলা জেলা প্রতিনিধি। ভোলা,বাংলাদেশ। ভোলা জেলার বোরহানউদ্দিন...